খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রনি ত্রিপুরা (৪১)। তিনি উপজেলার মরাটিলা এলাকার মনিন্দ্র ত্রিপুরার ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের শুকতারা বোর্ডিং আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন থেকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শাখার কয়েকজন শুকতারা বোর্ডিয়ে অবস্থান নিয়েছিলেন। এর প্রতিবাদে ইউপিডিএফের প্রসীত বিকাশ গ্রুপের সমর্থকরা পানছড়ি বাজার বর্জন করে। পরে সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত হোটেলে ঢুকে রনিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়েছে। তার কোমড়ের বামপাশে মেরুদণ্ডের কাছেই গুলি লেগেছে।

এ বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের প্রচার শাখার প্রধান মিটন চাকমা বলেন, প্রসীত বিকাশ গ্রপের লোকজন হামলা চালিয়ে রনিকে হত্যা করেছে।

তবে ইউপিডিএফের প্রসীত বিকাশ গ্রপের প্রচার শাখার প্রধান নিরন চাকমা বলেন, ওই গ্রুপে নিজেদের মধ্যে কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ওসি নুরুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআই