বিজিএমইএ ভবনের দর উঠেছে এক কোটি ৭০ লাখ

বিজিএমইএ ভবনের দর উঠেছে এক কোটি ৭০ লাখ

হাতিরঝিলের বুকে অবৈধ বিজিএমইএ ভবন ভাঙার পাশাপাশি ব্যবহারযোগ্য মালামাল কেনার জন্য যে দরপত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডেকেছিল, তাতে সর্বোচ্চ দর উঠেছে এক কোটি ৭০ লাখ টাকা।

তবে আগ্রহী যে পাঁচ প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিয়েছে, তাদের মধ্যে ডিনামাইট ব্যবহার করে ভবন ভাঙার অভিজ্ঞতা কারও নেই। ফলে এখন ডিনামাইট ব্যবহার না করে সনাতনী দেশীয় পদ্ধতিতেই (ম্যানুয়ালি) ভবনটি ভাঙার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প বাস্তবায়ন) ও হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।

নিলাম মূল্যায়ন কমিটি দরপত্রগুলো যাচাই বাছাই করছে জানিয়ে তিনি বলেছেন, “যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে বিজিএমইএ ভবন ভাঙার জন্য কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ পাওয়ার তিন মাসের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে পুরো ভবনটি ভাঙতে হবে।”

যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পাবে ভবন ভাঙার জন্য আলাদা কোনো অর্থ তারা পাবে না। দুটি বেইজমেন্টসহ ১৫ তলা বিজিএমইএ ভবন ভাঙার পর ব্যবহারযোগ্য মালামাল বিক্রি করে তারা তাদের খরচ ও লাভ উঠিয়ে নেবে।

এমআই