ইতিহাসের এ দিনে : ৫ জুলাই

ইতিহাসের এ দিনে : ৫ জুলাই

০৬৬১ সালের এ দিনে ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপিত হয়।
১৮১১ সালের এ দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৮৪১ সালের এ দিনে টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪ সালের এ দিনে ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান অনুষ্ঠিত হয়।
১৯৩২ সালের এ দিনে অলিভিয়েরা সালাজার পর্তুগালের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৪৭ সালের এ দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮ সালের এ দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৬২ সালের এ দিনে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ফরাসী দখলদারিত্ব থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ সালের এ দিনে কেচাভার্দ স্বাধীনতা লাভ করে।
১৯৭৭ সালের এ দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৪ সালের এ দিনে ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
১৯৯৬ সালের এ দিনে বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।
২০০২ সালের এ দিনে ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন করে।
১৮৫৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লারা জেটকিন, ছিলেন জার্মান জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী।
১৮৮৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারবার্ট স্পেন্সার গ্যাসার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরতত্ত্ববিদ।
১৮৯১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হার্বাট স্পেনসার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
১৯৩৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস মিরলেস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ অর্থনীতিবিদ।
১৯৩৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ ফরহাদ, তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৪১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৪৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরার্ড ‘টি হুফট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ।
১৯৬৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি ফালক, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৭৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এর্নান ক্রেসপো, তিনি আর্জেন্টিনার ফুটবল।
১৯৮২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবের্তো জিলার্দিনো, তিনি ইটালীয় ফুটবলার।
১৮২৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ঝজেফ লুই প্রুস্ত, তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ।
১৮২৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস, তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা।
১৯২০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স কলিঙ্গের, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯২৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লুডউইগ কার্ল মার্টিন লিওনার্দ অ্যালব্রেচ্ট কোসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক।
১৯৪৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন কুরটিন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
১৯৪৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জর্জ বেরনানস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও লেখক।
১৯৬৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জর্জ ডি হেভেসয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ।
১৯৬৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লিও ম্যাক-ক্যারির, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০০৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জর্জ মেললয়, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও সমালোচক।
২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন গেরড়িট কমরিজ, তিনি ছিলেন ডাচ লেখক, কবি ও নাট্যকার।

এমজে/