ইতিহাসের এ দিনে : ৩০ নভেম্বর

ইতিহাসের এ দিনে : ৩০ নভেম্বর

১৭৩১ সালের এ দিনে বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৭৭৬ সালের এ দিনে ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন।
১৭৮২ সালের এ দিনে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
১৮৩৮ সালের এ দিনে মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৩ সালের এ দিনে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।
১৮৬৬ সালের এ দিনে শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।
১৯৬২ সালের এ দিনে উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
১৯৬৬ সালের এ দিনে বারবাডোজ স্বাধীনতা লাভ করে।
১৯৭৩ সালের এ দিনে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্তও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
১৯৭৭ সালের এ দিনে আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল-IFAD প্রতিষ্ঠিত হয়।
১৯৭৭ সালের এ দিনে হাঁ-না ভোটে জিয়াউর রহমানের গণআস্থা লাভ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮২৬ঘ.)