ইতিহাসের এ দিনে : ২০ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২০ এপ্রিল

১৫২৬ সালের এ দিনে পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।
১৭৭০ সালের এ দিনে ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।
১৮০৮ সালের এ দিনে ফরাসী সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের জন্ম।
১৮৮৯ সালের এ দিনে জার্মান রাষ্ট্রনায়ক এ্যাডলফ হিটলারের জন্ম।
১৮৮৯ সালের এ দিনে ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
১৯০২ সালের এ দিনে কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।
১৯৬০ সালের এ দিনে বংশীবাদক পান্নালাল ঘোষের মৃত্যু।
১৯৭৬ সালের এ দিনে জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
১৮৮৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন এডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর।
১৯১৮ সালের এ দিনে জন্মগ্রহণ করেন শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৩৪ সালের এ দিনে জন্মগ্রহণ করেন আবুল খায়ের মুসলেহউদ্দিন কবি ও কথাসাহিত্যিক।
১৯৪৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন মাসিমো দালেমা, ইতালীয় রাজনীতিবিদ প্রধানমন্ত্রী।
১৯৭৭ সালের এ দিনে কথাসাহিত্যিক হুমায়ুন কাদির-এর মৃত্যু হয়।
২০১১ সালের এ দিনে জেরার্ড স্মিথ, আমেরিকান গিটার মারা যান।

(জাস্ট নিউজ/একে/১৮৫৭ঘ.)