ইতিহাসের এ দিনে, ৫ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে, ৫ সেপ্টেম্বর

১৬১২ সালের এ দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ সালের এ দিনে গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান।
১৭৬৩ সালের এ দিনে ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫ সালের এ দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ সালের এ দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন।
১৯৭২ সালের এ দিনে মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।
১৯৭১ সালের এ দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
২০০০ সালের এ দিনে প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়।
১৯৭৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বাংলার লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীম।
১৯৯৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মাদার তেরেসা।
২০০৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮০১ঘ.)