বন্ধ হচ্ছে নৃশংস ভার্চুয়াল গেমস

বন্ধ হচ্ছে নৃশংস ভার্চুয়াল গেমস

গেমিং জগতে আলোচিত নাম পাবজি বা পিইউবিজি। সম্প্রতি বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই ভার্চুয়াল গেম। নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিপক্ষের সদস্যকে ঘায়েল করে ক্ষমতায় টিকে থাকতে হয় সাইবার জগতের এ খেলায়। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ভয়ানক সব মারণাস্ত্র দিয়ে নিঃশেষ করতে হয় প্রতিপক্ষকে। ভয়ঙ্কর সব অস্ত্র, গ্রেনেডের মতো বিস্ফোরক দিয়ে চোখের পলকেই খুন করতে হয় আরেকজনকে। তবে, গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে আধুনিক মারণাস্ত্র দিয়ে এক খ্রিস্টান যুবকের গুলি চালানোর ঘটনার পর আবারো আলোচনায় এসেছে পাবজি গেম।

প্রায় তিন মিনিটের এই নির্মম হামলায় প্রাণ হারান অন্তত ৪৯ জন। নিউজিল্যান্ডে নির্মম এই হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবজি গেমের সঙ্গে এর মিল আছে বলে দাবি করেন অনেকে।

ক্রাইস্টচার্চের ওই মসজিদে আততায়ী যেভাবে গুলি চালিয়েছে, জনপ্রিয় পাবজি গেমেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই শুধুমাত্র নিজের আধিপত্য বিস্তারের জন্য নৃশংস আক্রমণ করতে হয়। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের হিংস্রতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে গেমটি বন্ধের দাবি জানান অনেকে। তবে, এই হামলার আগের দিন বৃহস্পতিবার রাতে পাবজি গেমটি বাংলাদেশে নিষিদ্ধের আভাস দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও এরইমধ্যে ভারতের দক্ষিণ অঞ্চলের রাজ্য গুজরাটে নিষিদ্ধ করা হয়েছে পাবজি গেম।

নিষেধাজ্ঞার পরও গেমটি খেলার অপরাধে গত ১৩ই মার্চ ১০ তরুণ শিক্ষার্থীকে আটক করে রাজ্য পুলিশ। পরে অবশ্য ভয়ঙ্কর পাবজি না খেলার শর্তে তাদের ছেড়ে দেয় পুলিশ।

ভারতের পর এবার বাংলাদেশেও সমালোচিত পাবজি গেম নিষিদ্ধ হতে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম গেমটি নিয়ে সমাজবিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের মন্তব্যের কথা তুলে ধরে বলেন, পাবজি গেম খেললে তরুণ প্রজন্ম ও শিশুদের মধ্যে সহজেই প্রতিহিংসা ছড়াতে পারে। আমি নিজেও বিষয়টার সঙ্গে একমত। ভার্চুয়াল জগতে গেমটি খেলে রোমাঞ্চ পেলেও বাস্তব জীবনে যে কোনো ধরনের নৃশংস কাজে জড়িয়ে পড়তে পারে শিশুরা। এসব ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে গেমটি বন্ধ করার চিন্তা-ভাবনা আছে। গতকাল ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখো গেছে এরই মধ্যে পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে শিশু ও তরুণরা। ঢাকার বাইরে খোঁজ নিয়ে পাওয়া গেছে একই চিত্র।

এমআই