ট্রাম্প-বিরোধীদের বাড়িতে বাড়িতে বোমা

ট্রাম্প-বিরোধীদের বাড়িতে বাড়িতে বোমা

ঢাকা, ২৬ অক্টোবর (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের বাড়ির ঠিকানায় বোমা পাঠিয়েছে দুর্বৃত্তরা। বুধবার থেকে এ পর্যন্ত বারাক ওবামা হিলারী ক্লিনটন, সিএনএন অফিসসহ ট্রাম্পের সমালোচনা করেন এমন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় বোমা পাঠানোর খবর পাওয়া গেছে। গার্ডিয়ান, বিবিসি।

এসব বোমা পাইপবোমা বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে এসব বোমা পাঠানোকে ‘উদ্দেশ্যমূলক’ বলছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

ডোনাল্ড এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেছেন। একই সঙ্গে বোমা পাঠানোর ইস্যুকে কেন্দ্র করে তার প্রতি ‘শত্রুতা’ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় এ পর্যন্ত বোমা পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, সাবেক এটর্নি জেনারেল ইরিক হোল্ডার, ডেমোক্রাটদলীয় কংগ্রেসসদস্য ম্যাক্সাইন ওয়াটার্স ও সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৪৫ঘ.)