পরমাণু বোমায় লন্ডনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া!

পরমাণু বোমায় লন্ডনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া!

ঢাকা, ২৭ নভেম্বর (জাস্ট নিউজ) : মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিরোসিমা ও নাগাসাকির হত্যালীলা। শেষ মুহূর্তে রাশিয়া তার পরিকল্পনা না বদলালে হয়তো আরো একটি পরমাণু বোমার ধ্বংসলীলার সাক্ষী থাকত বিশ্ববাসী।

রুশ সরকারের অত্যন্ত গোপন একটি চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় তুলেছে। ওই চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৪ সালে নাকি লন্ডনে পরমাণু বোমা ফেলার ছক কষেছিল রাশিয়া। কখন এবং শহরের কোনও প্রান্তে বোমা নিক্ষেপ করা হবে, তাও ঠিক হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডাযুদ্ধের সময় লেখা এই গোপন চিঠিটি সম্প্রতি ফাঁস করেছে ন্যাশনাল আর্কাইভ। ১৯৫৪ সালে চিঠিটি লিখেছিলেন পরমাণু বোমা বিশেষজ্ঞ উইলিয়াম পেনি।

ওই চিঠিতে অ্যাটমিক এনার্জি অথরিটি-র চেয়ারম্যান এডুইন প্লওডেনকে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ লন্ডনের ক্রয়ডন, পশ্চিম লন্ডনের উক্সব্রিজ ও পূর্ব লন্ডনের রমফোর্ডে পরমাণু বোমা নিক্ষেপ করা হতে পারে। ব্রিটিশ সংবাদপত্র ‘উইলি মিরর’-এ প্রকাশিত খবর অনুযায়ী, লন্ডনে ৩২টির মধ্যে চার-পাঁচটি পরমাণু বোমা ফেলার পরিকল্পনা ছিল রাশিয়ার।

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)