পশ্চিমবঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, উদ্বেগে চীন

পশ্চিমবঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, উদ্বেগে চীন

ঢাকা, ৩০ নভেম্বর (জাস্ট নিউজ) : চীন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বাংলার আকাশে হাজির হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। বিষয়টি নিয়ে চীনে বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে। পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে চীন।

আগামী ৩ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে সামরিক মহড়া চালাবে ভারত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। এ জন্য পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটি ব্যবহার করা হবে। মহড়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

‘কোপ ইন্ডিয়া ২০১৯’ নামের এই মহড়ার মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র চীনের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চীনের সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মতো এলাকায় এ যৌথ মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মহড়ায় অংশ নেয়ার জাপানের বিমানঘাঁটি থেকে ইতোমধ্যে ১৫টি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ইলিনয় এয়ার ন্যাশনাল গার্ডের ১৮২ডি এয়ারলিফ্ট উইং যোগ দেবে এই মহড়ায়।

(জাস্ট নিউজ/একে/২৩২১ঘ.)