সোমালিয়ায় রাষ্ট্রপতি ভবনের কাছে বিস্ফোরণ, নিহত ১৩

সোমালিয়ায় রাষ্ট্রপতি ভবনের কাছে বিস্ফোরণ, নিহত ১৩

ঢাকা, ২৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : সোমালিয়ায় রাষ্ট্রপতি ভবনের কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পর পর দুটি বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

গতকাল শনিবার রাজধানী মোগাদিসুতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে থেকে ৪০০ মিটার দূরে এ বিস্ফোরণ ঘটানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আক্রান্তদের মধ্যে নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিক রয়েছে। বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়া পুলিশ কর্মকর্তা আহমেদ আবদি জানান, প্রথম বিস্ফোরণটি রাষ্ট্রপতি ভবনের কাছের চেকপোস্টের মধ্যে একটি আত্মঘাতী গাড়ি থেকে হয়েছে। এর কয়েক মিনিট পর একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।

তবে বিস্ফোরণের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে দেশটির প্রশাসনের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আল-শাবাব।

(জাস্ট নিউজ/এমজে/১২৩৫ঘ.)