চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

 

চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, মেক্সিকো সময় শনিবার রাত ১০টা ৩২ মিনিটে কোকিম্বো শহরের ১৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার নিচে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংলগ্ন সৈকত শহর লা সেরেনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি।বাসিন্দা।

এমজে/