ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৮

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৮

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে বন্যা এবং ভূমি ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় ৭ হাজার মানুষ জরুরীভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুতোপো পুরও নুগ্রহ জানান, উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ৭ জনকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া ভারী বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে ৪৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৫ সহস্রাধিক বাড়িঘর, ব্রিজ,স্কুল, উপাসনালয়, ধানের জমি পানিতে নষ্ট হয়ে গেছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়াতে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত ভূমি ধ্বস এবং বন্যা খুবই সাধারণ একটি ঘটনা। এ সময় এ অঞ্চলটিতে ভারী বর্ষণ হয়। অক্টোবরে আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অন্তত ২২ জন নিহত হয়েছিলেন।

একে/