কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৪

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৪

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। ১২ জন আরোহী নিয়েই যাত্রা শুরু করেছিল বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমানটি থেকে খবর পাওয়া যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে কারিগরি ত্রুটির কারণে ডিসি-৩ এয়ারক্র্যাফটটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এয়ার ট্রাফিক কনট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া প্রায় এক ঘণ্টা পরে স্যান কার্লোস দে গুয়ারোয়া মিউনিসিপালিটিতে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের পরিচয় জানানো হয়নি। মেটা প্রদেশে এটি বিধ্বস্ত হয়।

বিমানটির মালিকানা প্রতিষ্ঠানটি লেজার এরিও এয়ারলাইন্স জানায়, দক্ষিণাঞ্চলীয় শহ স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিল এটি।

এমজে/