আফগানিস্তানের আকস্মিক বন্যায় নিহত ৩৫, আশ্রয়হীন লক্ষাধিক

আফগানিস্তানের আকস্মিক বন্যায় নিহত ৩৫, আশ্রয়হীন লক্ষাধিক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আশ্রয়হীন হয়েছেন লাখো মানুষ। এখনও নিখোঁজ আছেন অনেকে।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া টানা তিনদিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে ১০ জনের প্রাণ কেড়ে নেয়। পশ্চিমের বাগদিশ প্রদেশে ৮ এবং উত্তরের বালখে ৫ জনের মৃত্যু হয়। এই বন্যায় অন্তত তিন হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফারইয়াব, বাগদিস ও হেরাতের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। পানিতে তলিয়ে গেছে ৭০০টি বাড়িঘরসহ অসংখ্য ভবন ও স্থাপনা।

গত বছর অঞ্চলটিতে তীব্র খরার পর এবারের দুর্যোগ বাসিন্দাদের জীবনে যোগ করেছে বাড়তি ভোগান্তি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহে রীতিমতো হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। অসময়ে এমন বন্যায় ঝুঁকিতে পড়েছে বিস্তীর্ণ অঞ্চলের শস্যক্ষেত্র।

আকস্মিক এ বন্যা পশ্চিম আফগানিস্তানের সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমজে/