মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় ১৫ পুলিশ নিহত

মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় ১৫ পুলিশ নিহত

ভারতের মহারাষ্ট্র প্রদেশে মাওবাদীদের বিষ্ফোরণে দেশটির ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার মহারাষ্ট্রের মাওবাদী অধ্যূষিত জেলা গাধচিরোলিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

তাছাড়া বুধবার সকালে গাধচিরোলি কুরুখেদা নামের একটি নির্মাণাধীন এলাকার ২৭টি মেশিন ও যানবাহনে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।

গত ১১ এপ্রিল ভারতের প্রথম দফার লোকসভা নির্বাচনে শুরু হওয়ার দিন গাধচিরোলির একটি ভোট কেন্দ্রের পাশে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ করে হামলা চালায়। তবে সেই হামলায় কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ভারতের ছত্তিশগড় প্রদেশের দান্তেওয়ানা জেলায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বিধায়কসহ পাঁচজন নিহত হয়।

এমআই