ভারতের মুসলমানরা ভাড়াটিয়া নয়: ওয়াইসি

ভারতের মুসলমানরা ভাড়াটিয়া নয়: ওয়াইসি

ভারতের মুসলমানরা ভাড়াটিয়া নয়। সংবিধানে নাগরিক হিসেবে তাদের যে অধিকার দেয়া হয়েছে তা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নেই। এমনটাই বলেছেন, ভারতীয় রাজনীতিক ও এমপি আসাদউদ্দিন ওয়াইসি।

অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিনের এই নেতা এক সমাবেশে বলেন, ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে হবে আমাদের। আমরাই সেটা করবো। মুসলমনরা ভারতে অন্যদের সমান অধিকার ধারণ করে, আমরা ভাড়াটিয়া নই।

তিনি আরো বলেন, বিজেপি যদি মনে করে ৩০০ সিট পেয়ে তারা যা খুশি করবে তাহলে ভুল করবে। আমি অঙ্গীকার করছি, আসাদউদ্দিন ওয়াইসি আজীবন ভারতের জন্য লড়াই করবে। আমি দলিতদের প্রতিও আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে সংবিধানের শক্তির ওপর আসাদউদ্দিন ওয়াইসি আপনার বিরুদ্ধে লড়াই করবে। মজলুম মানুষের ইনসাফের জন্য লড়াই করবে। জুলুম নির্মূল করার জন্য লড়বে। অধিকার অর্জনের জন্য লড়বে।’

ওয়াইসি বলেন, ‘সম্মানিত বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখো আমরা মুসলমান। মুসলমান ও ভয় একসঙ্গে থাকতে পারে না। হয় ভয় থাকবে না হয় মুসলমান থাকবে। আমরা এখানেই থাকব ইনশাআল্লাহ্। ভয় পাওয়ার প্রয়োজন নেই।’

ওয়াইসি শুক্রবার হায়দ্রাবাদের মক্কা মসজিদে দেয়া ভাষণে বলেন, ‘যদি প্রধানমন্ত্রী মোদি মন্দিরে যেতে পারেন তাহলে আমরাও মসজিদে যেতে পারি। যদি প্রধানমন্ত্রী মোদি গুহায় যেয়ে ধ্যান করতে পারেন তাহলে আমরা মুসলিমরাও গর্বের সঙ্গে মসজিদে বসে নামাজ আদায় করতে পারি। দেশের মুসলিমদের ভারতে বিজেপি ক্ষমতায় আসার জন্য ভয় পাওয়া উচিত নয়। কারণ সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছে। ভারতীয় আইন, সংবিধান আমাদেরকে ধর্ম পালনের অধিকার দিয়েছে।’

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ভারতের হায়দরাবাদ থেকে এ নিয়ে টানা চারবার নির্বাচিত হয়েছেন। পার্সটুডে ও টাইমস অব ইন্ডিয়া।