যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্নিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, এবার ফ্লোরিডা (ভিডিও)

যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্নিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, এবার ফ্লোরিডা (ভিডিও)

প্রবল শক্তি সঞ্চয় করে দানবীয় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) বলছে, ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৫ এর। স্থানীয় সময় রোববার ১২টা ৪০ মিনিটে ঝড়টি ঘণ্টা ২৮৫ কিলোমিটার গতিতে বাহামার অ্যাবাকো দ্বীপে আছড়ে পড়েছে। তবে এ ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।

‘ডোরিয়ান’কে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় বলে ঘোষণা দিয়েছে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র।

আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় স্থানীয় অধিবাসীরা রক্ষা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে সিএনএন জানিয়েছিল, ঝড়টির গতিপথে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়। স্থানীয় কিছু বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে। যদিও প্রধান বিমানবন্দরটি এখনো চালু রয়েছে।

কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও স্থানীয়দের কয়েকজন ভয়ঙ্কর শক্তিশালী এ ঝড়ের কিছু ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এতে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্তসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে সেসব ভিডিওতে।

ডোরিয়ানের তাণ্ডব এখনই থামার নয়। বাহামায় তাণ্ডব চালানোর পর ঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচসি।

ফ্লোরিডায় সোমবার নাগাদ ঝড়টি সরাসরি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ফ্লোরিডায় আঘাত হানার আগে ডোরিয়ান আরও শক্তি অর্জন করতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আটলান্টিক সাগর তীরবর্তী এ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।

কর্তৃপক্ষ বাসিন্দাদের অন্তত এক সপ্তাহ টিকে থাকার মতো খাদ্য, পানি ও ওষুধ মজুদ করতে পরামর্শ দিয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস ঘূর্ণিঝড় মোকাবেলায় ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্য মোতায়েন করেছেন। প্রস্তুত রাখা হয়েছে আরও দেড় হাজার সেনাকে।

ঝড়টি ‘সত্যিকারের দানবের আকার নিতে পারে’ বলে সতর্ক করেছেন ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় পোল্যান্ডে নির্ধারিত সফর বাতিল করে সেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

বিবিসি বলছে, ডোরিয়ানের কারণে ফ্লোরিডাবাসীকে এখনই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে না বলা হলেও আজ (রোববার) নাগাদ এ ঘোষণা আসতে পারে।

সতর্কতাস্বরূপ সোমবার স্থানীয় সময় ২টা থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অরল্যান্ডো বিমানবন্দর।

এদিকে ডোরিয়ান ঝড়টিকে ফ্লোরিডার সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন,১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের এ দক্ষিণ-পূর্ব রাজ্যে আছড়ে পড়া পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় অ্যান্ড্রু ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।

সে সময় ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। এবারের ঝড় ডোরিয়ান তার চেয়েও বেশি ভয়ংকর রূপ নিয়ে আঘাত হানতে পারে।

এমজে/