ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪

ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে একটি স্কুবা-ডাইভিং নৌযানে আগুন লেগেছে। সোমবার সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের ওই নৌযানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নৌযানটিতে থাকা ৩৯ জনের মধ্য পাঁচজনকে উদ্ধার করা গেছে।

উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনো নৌযানটির ৩৪ জন আটকা পড়ে আছেন।

মার্কিন কোস্টগার্ড এক টুইটে জানিয়েছে, সান্তা ক্রুজ দ্বীপের কাছে ৭৫ ফুট (২২ মিটার) দীর্ঘ নৌযানটিতে আগুন লাগে।

ভেনচুরা কাউন্টির মুখপাত্র বিল ন্যাশ সিএনএনকে বলেন, এটি বড় নৌযান। অনেকেই মারা গিয়ে থাকতে পারেন। এখনই হতাহতদের সংখ্যা বলা যাচ্ছে না।

কোস্টগার্ডের প্রধান অ্যারন বেমিস বলেন, নৌযানে ৩৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। ক্রুরা ডেকের ওপরে থাকায় তাঁরা নৌযানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তারা সম্ভবত ডেকের ওপরে ঘুমাচ্ছিলেন। অন্যরা ডেকের নিচে থাকায় তাঁরা আগুনে ভেতরেই আটকা পড়েন। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে নৌযানটিতে উঠতে পারেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌযানটি ডুবতে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। নৌযানের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। তথ্যসূত্র: এএফপি, সিএনএন ও বিবিসি

এমজে/