ভারতে 'এক দেশ, এক দলের' ইঙ্গিত বিজেপির

ভারতে 'এক দেশ, এক দলের' ইঙ্গিত বিজেপির

ভারতে "এক দেশ, এক দল" ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে হিন্দিকে ভারতের "সর্বজনীন ভাষা" করার প্রস্তাব করে "এক দেশ, এক ভাষা" ব্যবস্থার কথা বলেছিলেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির "অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন"-এর অনুষ্ঠানে এসম্পর্কে কথা বলে অমিত শাহ।

বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, "স্বাধীনতার ৭০ বছর পরে মানুষের মনে প্রশ্ন জেগেছে, বহুদলীয় সংসদীয় ব্যবস্থা আসলে ব্যর্থ কি না? ওই ব্যবস্থা কি দেশবাসীর লক্ষ্য পূরণ করতে পেরেছে?’’

তারপর নিজেই জবাব দিয়ে অমিত বলেন, মানুষ আশাহত। আঞ্চলিক দলগুলি আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।

অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘অভিন্ন দৃষ্টিভঙ্গি, দৃঢ় নেতৃত্ব, দক্ষ পরিকল্পনার সঙ্গে ১৩০ কোটি মানুষকে একাত্ম করলে তবেই প্রধানমন্ত্রীর নতুন ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। নীতির ভিন্নতায় লক্ষ্যপূরণ অসম্ভব।’’

এদিকে অমিতের এমন বক্তব্যের পর অনেকেই সমালোচনা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। অমিতের এমন বক্তব্য ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেছে কংগ্রেস।

কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা টুইটারে বলেন, ‘‘বহুদলীয় গণতন্ত্রকে গুরুত্বহীন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ভয়াবহ এবং সেটা যে-ভাবনার ইঙ্গিত দিচ্ছে, তা গৃহীত হলে তা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সরাসরি আঘাত করবে।’’

তিনি আরও বলেন, ‘‘এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) নিজেই তো একাধিক দলকে নিয়ে তৈরি এবং সেইসব দল বিভিন্ন রাজ্যে সরকারও গড়েছে।’’