ইরাকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ১৪৯ বিক্ষোভকারী

ইরাকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ১৪৯ বিক্ষোভকারী

নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার এবং তাজা গুলির কারণে ইরাকে ১৪৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে দেশটির সরকার এমন মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করেছে।

দেশটির সরকারি কমিটির এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ৭০ শতাংশ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে মাথায় কিংবা বুকে গুলিবিদ্ধ হয়ে। যেখানে গুলি করার কোনো নির্দেশ ছিল না।

এর জন্য উর্ধ্বতন কমান্ডারদের দায়ী করা হলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদেরকে দোষারোপ করা হয়নি।

বেকারত্ব বেড়ে যাওয়া, অপ্রতুল সরকারি সেবা এবং দুর্নীতিকে কেন্দ্র করে গত ১ অক্টোবর থেকে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ শুরু হয়। যা পরে আরো অনেক শহরে তা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের সঙ্গে বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে।

এমজে/