১০ লাখ মানুষের শান্তিপূর্ণ পদযাত্রা, ভেঙে গেল চিলির মন্ত্রিসভা

১০ লাখ মানুষের শান্তিপূর্ণ পদযাত্রা, ভেঙে গেল চিলির মন্ত্রিসভা

দশ লাখ মানুষের শান্তিপূর্ণ র‌্যালির পর চিলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। খবর বিবিসির।

বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পিনেরা।

নতুন দাবি বাস্তবায়ন করতে আমি আমার মন্ত্রিসভা ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে পিনেরা বলেন, ‘আমাদের সামনে নতুন বাস্তবতা। এক সপ্তাহ আগে যে চিলি ছিল, এখন আর তেমন নেই।’

শুক্রবার চিলির রাজধানীতে ১০ লাখের বেশি মানুষ র‌্যালিতে অংশ নেন। পিনেরা বলেন তিনি রাস্তা থেকে মানুষের দাবি শুনেছেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, বিভিন্ন শহরে যে কারফিউ জারি করা হয়েছিল সেটিও তুলে নেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত এই চিলি। কিন্তু জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়কে কেন্দ্র করে বহুদিন ধরে সেখানে অসন্তোষ জমা হয়েছে। সেই অসন্তোষের আগুনে ঘি ঢেলে দেয় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি। এরই ধারাবাহিকতায় সরকারবিরোধী আন্দোলনে নামে চিলির জনগণ।

বিক্ষোভ দমন করতে ১৭ জন মানুষকে হত্যা করে পুলিশ। আহত হন শতশত।