ট্রাম্পের চূড়ান্ত অভিশংসন: সিনেটে প্রস্তাব পাঠাল নিম্নকক্ষ

ট্রাম্পের চূড়ান্ত অভিশংসন: সিনেটে প্রস্তাব পাঠাল নিম্নকক্ষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। প্রস্তাবটির পক্ষে পড়েছে ২২৮ ভোট। আর বিপক্ষে পড়েছে ১৯৩ ভোট। এরই মধ্যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠিয়ে দিয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

এদিকে, সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানিতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের জন্য সাতজন সংসদ সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

তারা হলেন, অ্যাডাম শিফ (হাউজ ইন্টেলিজেন্স প্রধান), জেরি ন্যাডলার (হাউজ জুডিসিয়ারি প্রধান), হাকিম জেফরিস, জ্যাসন ক্রো, ভাল ডেমিংস, জো লোফগ্রেন ও সিলভিয়া গার্সিয়া।

আগামী সপ্তাহে এই প্রস্তাবনার ওপর সিনেটে চূড়ান্ত শুনানি শুরু হতে পারে। সূত্র: বিবিসি ও সিএনএন।