ইস্তানবুলে ১৭১ যাত্রী নিয়ে আছড়ে পড়ে ৩ টুকরো বিমান, নিহত ১

ইস্তানবুলে ১৭১ যাত্রী নিয়ে আছড়ে পড়ে ৩ টুকরো বিমান, নিহত ১

তুরস্কের ইস্তানবুলে ১৭১ যাত্রী নিয়ে একটি বিমান অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে তিন টুকরো হয়েছে। এতে একজন নিহত এবং দেড় শতাধিক যাত্রী আহত হয়েছেন। পেগাসাস এয়ারলাইনসের ৭৩৭ বোয়িং বিমানটি ইজমিরপ্রদেশের সাবিহা গকছেন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। বিমানের বেশিরভাগ যাত্রীই তুরস্কের। এদের মধ্যে ২০ জন বিদেশি যাত্রী ছিল।

ইস্তানবুলের গভর্নর আলী ইয়েরলিকায়া জানান, দুভাগ্যবশত পেগাসাস এয়ারলাইনসের বিমানটি রানওয়ে থেকে ৫০-৬০ মিটার দূরে ছিটকে পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন ককা নিশ্চিত করেন, নিহত বিমান যাত্রীটি তুরস্কের নাগরিক। এ ছাড়া ১৫৭ আরোহী আহত হয়েছেন। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বিমানে ৬ জন ক্রু ছিল, তারা সবাই সুস্থ আছেন।