থাইল্যান্ডে সেনাসদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

থাইল্যান্ডে সেনাসদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনাসদস্যের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসার্নের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি সেনা ক্যাম্পে প্রথমে নিজের কমান্ডার এবং পরে আরও দুই সহকর্মীর ওপর গুলি চালায়। এপর মুনাং জেলার একটি শপিং মলে ঢুকে পড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালকও রয়েছেন বলে জানা গেছে।

মোবাইল ফোনে সেলফি মুডে ফেসবুক লাইভে এসে গুলি চালানোর ঘটনা সরাসরি সম্প্রচার করে হামলাকারী ওই সেনাসদস্য। ওই লাইভের কিছুক্ষণের মধ্যেই অবশ্য তার মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

ইউনিফর্ম পরেই এ তাণ্ডব চালায় ওই সেনাসদস্য। প্রাথমিকভাবে হামলাকারীর নাম জাকরাপাথ থোম্মা বলে জানা গেছে। তবে এখন তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে গ্রেফতারে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে থাই স্পেশাল পুলিশ।