থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২০

থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২০

থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনা সদস্যের এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩১ জন। শনিবার দিবাগত রাতে ২০ জন নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে শনিবার সন্ধ্যা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালান।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে শপিং সেন্টারের বেসমেন্টে লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তাকে খুঁজে বের করতে পুরো শপিং সেন্টারটি কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থলে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান আপিরাত কমসংপং।