যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত শতাধিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত শতাধিক

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি মানুষ। যদিও আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার ঘটনায় ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন ডায়মন্ড প্রিন্সেস নামে একটি প্রমোদ তরীতে ভ্রমণ করেছিলেন। তিনজন মার্কিন নাগরিক, যারা করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে ফিরে এসেছেন। আরো ১৭ জন ভ্রমণের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৩৭ জন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে এমন রোগীও আছেন যারা কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেননি কিংবা করোনাভাইরাস আক্রান্ত কোনো দেশ ভ্রমণ করেননি। এসব ব্যক্তি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

এমজে/