১৪টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কাতার

১৪টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কাতার

করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে সতর্কতা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত আজ সোমবার থেকে কার্যকর হবে। গতকাল রবিবার কাতার সরকার এ ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে চীন, ভারত, নেপাল, পাকিস্তান, ইরান ও থাইল্যান্ডের মতো দেশ।

এরই মধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালির সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। কাতারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন।