করোনাভাইরাস: দিল্লিতে স্কুল-কলেজ-সিনেমা হল বন্ধের নির্দেশ

করোনাভাইরাস: দিল্লিতে স্কুল-কলেজ-সিনেমা হল বন্ধের নির্দেশ

দিল্লিতে স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৩১ মার্চ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে প্রাথমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। এবার সব স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দিল্লির স্কুলগুলোতে চলা পরীক্ষাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ জনেই দেশটির দক্ষিণের রাজ্য কেরালার। দিল্লি ছাড়াও অন্যান্য রাজ্যগুলোতেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় এড়াতে বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলো।