যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

করোনাভাইরাসে বিশ্বে প্রায় ৩৮ হাজার মানুষের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বে প্রায় ৩৮ হাজার মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত এখন প্রায় আট লাখ মানুষ। মৃতের সংখ্যা প্রায় ৩৮ হাজার। যুক্তরাষ্ট্রের পর এবার এক লাখ ছাড়িয়েছে ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা। স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৮ হাজার। মোট মৃতের সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি।

বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা। নতুন করে দেশটিতে মারা গেছেন ৫৬৫ জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিন করোনার সংক্রমণ রোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১০ লাখ মানুষকে এখন পর্যন্ত টেস্ট করা সম্ভব হয়েছে যা অন্যকোন দেশ পারেনি। মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিতে একশ মিলিয়ন ডলারের চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন তিনি।

স্পেনে নতুন করে ৯১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বাড়লেও নতুন আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, এক উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ায় ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে গেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রান্তের এক সপ্তাহ পর সোমবার সুস্থ হয়ে সেল্ফ আইসোলেশন থেকে বের হয়েছেন ব্রিটিশ প্রিন্স চার্লস।