করোনায় আক্রান্ত ছাড়াল ২৩ লাখ, মৃত ১ লাখ ৬০ হাজার

করোনায় আক্রান্ত ছাড়াল ২৩ লাখ, মৃত ১ লাখ ৬০ হাজার

এখন পর্যন্ত সারা বিশ্বের ২৩ লাখ ৩০ হাজার ৯৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৫৭ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৯৬ হাজার ৬৪২ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১৫ লাখ ৭৩ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ২৮১ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ। অন্যদিকে ৫৫ হাজার ২৬৫ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৯ হাজার ১৪ জন।

 

আক্রান্তের সংখ্যা হিসাবে এর পরের পাঁচটি দেশ হলো স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৮৪ জন, সুস্থ হয়েছে ৬৬ জন। দেশে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ১ হাজার ৮৯৬ জনের শরীরে।

এমজে/