বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ লক্ষাধিক, মৃত্যু ১ লক্ষ ৬৫ হাজারের বেশি

বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ লক্ষাধিক, মৃত্যু ১ লক্ষ ৬৫ হাজারের বেশি

বিশ্বব্যাপী করোনাতঙ্ক। বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে লকডাউন। কোটি কোটি মানুষের মনে প্রশ্ন, কবে থামানো যাবে এই প্রাণঘাতী ভাইরাসকে।

এরইমধ্যে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লক্ষ ৬৫ হাজার। গত ২৪ ঘণ্টায় ৪,৯৬২ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৪ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৬৫,০০৯ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৫ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ১৬ হাজার ৮১০ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ২৩ হাজার ৯৫২ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৪,২২৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১,৫৩৯ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪০,৫৫৩ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬৩ হাজার ৮৩২ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৩ জন ব্যক্তি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৪৫৩ জনের। আর, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪১০ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৬৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৫৮ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৩ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৩,৬৬০ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৫৫ জন। আর, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন।

এছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৯,৭১৮ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৮৯৪ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৭৮ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১,১০১ জন।

এমজে/