জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল

রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মত প্রস্তাব পাসের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মত প্রস্তাব পাসের চেষ্টা

নিউইয়র্ক, ৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রোহিঙ্গা সংকট নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আজ মঙ্গলবার বিশেষ অধিবেশন আহ্বান করেছে বাংলাদেশ।

এতে রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ঢাকা ও জেনেভার কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ, চীন ও ভারতসহ ৪৭ দেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য। এই কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার জন্য এক-তৃতীয়াংশ অর্থাত্ ১৬টির বেশি দেশের সমর্থন প্রয়োজন।

তবে কাউন্সিলের ৩০টির বেশি দেশ বাংলাদেশের প্রস্তাবের কো-স্পন্সর হওয়ায় অধিবেশন ডাকা এবং প্রস্তাব পাস করাতে কোনো সমস্যা নেই।

ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার আগেই নেয়া হয়েছিল।

জাস্ট নিউজ/ওটি/১০৩৭ঘ.)