২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ৬১ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ৮৯০

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ৬১ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ৮৯০

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা শনাক্ত হয়েছে ৬১ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩১ লাখ ছাড়িয়েছে। গত কয়েকদিনই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর আগে, সোমবার দেশটিতে ৫৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৯০ জনসহ মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজারের বেশি।

ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছ ৪১ হাজার ৫৪১জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ১৭ লাখ ১৬ হাজারে বেশি। নতুন এক হাজার ১৮৭ জনসহ মোট মৃত্যু ৬৮ হাজার ছাড়িয়েছে।

এদিকে, ভারতে শনাক্তের সংখ্যা সাত লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৯১ জনসহ মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় আজ থেকে পশ্চিমবঙ্গের ২৫টি এলাকা এক সপ্তাহের জন্য লকডাউন করা হচ্ছে।

অন্যদিকে, বিশ্বজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ২১ লাখ ছাড়িয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। এছাড়া সুস্থ হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ।

এমজে/