রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী মনোনয়ন অনুষ্ঠানে মিডিয়া নিষিদ্ধ

রিপাবলিকান দলের আনুষ্ঠানিক প্রার্থী মনোনয়ন অনুষ্ঠানে মিডিয়া নিষিদ্ধ

এ মাসেই হবে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের ভোট। এই ভোট হবে প্রাইভেটভাবে। সেখানে কোনো সংবাদকর্মীকে উপস্থিত থাকতে দেয়া হবে না। এর কারণ হিসেবে করোনাভাইরাস সংশ্লিষ্ট গাইডলাইনের কথা বলেছেন রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন মুখপাত্র। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরো বলা হয়, এ মাসেই রিপাবলিকান দলের ডেলিগেটরা নর্থ ক্যারোলাইনাতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিতে সমবেত হবেন। ওই রাজ্যের চার্লোটি শহরে আগামী ২৪ শে আগস্ট মিলিত হচ্ছেন মোট ৩৩৬ জন ডেলিগেট। তারা প্রায় ২৫০০ অফিসিয়াল ডেলিগ্রেটের প্রক্সি ভোট দেবেন।

এবারকার নির্বাচনে রিপাবলিকান দল থেকে নতুন করে নির্বাচনের মনোনয়ন চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটাই আনুষ্ঠানিকভাবে তারা অনুমোদন দেবেন এই ভোটে। তবে এবার এই কনভেনশনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ঐতিহাসিকভাবে এই দলটির ম্যাসেজ জনগণের মাঝে ছড়িয়ে দিতে মিডিয়াকে আকৃষ্ট করা হয়। কিন্তু এবার সেই মিডিয়া থাকছে নিষিদ্ধ।

এমজে/