বেকারের সংখ্যা বেড়ে ৮ লাখ ১৯

বেকারের সংখ্যা বেড়ে ৮ লাখ ১৯

করোনা মহামারিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রিটেনের অর্থনীতি। দেশটিতে এ পর্যন্ত বেকার হয়েছে আট লাখ ১৯ হাজার মানুষ। করোনা সঙ্কটে ব্রিটিশ অর্থনীতিকে মূল্য দিতে হয়েছে ব্যাপক- এমটিই বোঝা যায় বেকারত্বের চিত্র দেখে।

তবে ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের দফতর থেকে বলা হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ তিন মাসে চাকরি হারিয়েছে তিন লাখ ৭০ হাজার মানুষ। তবে দেশটির সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত।

অর্থনীতির এমন করুণ দশা দেখে নভেম্বর মাসে ব্রিটিশ চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, দেশের বেকারত্বের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে।

এ অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, করোনাকে পরাজিত করা জরুরি হয়ে পড়েছে। তাই জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে উঠেপড়ে লেগেছে সরকার। দেশকে করোনা মুক্ত করতে এখনো অনেক সময় লাগবে। সূত্র : পার্স টুডে