যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই হয়তো কেউ বদলা নেবে: কুদস ফোর্সের কমান্ডার

যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই হয়তো কেউ বদলা নেবে: কুদস ফোর্সের কমান্ডার

ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই হয়তো কেউ এই ফোর্সের সাবেক কমান্ডার লে: জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে।

তিনি শুক্রবার জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, শহীদ সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে ‘তোমরা যে অপরাধ করেছো তার মাধ্যমে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছো। কাজেই যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

জেনারেল কায়ানি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কোনো অপরাধী কার্যক্রমই কুদস ফোর্স ও প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। তিনি বলেন, ‘সোলাইমানি যে পথে চলেছেন তার একজন নেতা ছিল। তার সাফল্যের চাবিকাঠি ছিল ওই নেতার দিকনির্দেশনা অনুসরণ। ওই নেতা এখনো আছেন এবং কুদস ফোর্সের প্রতি তার সহানুভূতি এখনো বিদ্যমান।’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। কাজেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শাখা কুদস ফোর্স আয়াতুল্লাহ খামেনির নির্দেশে গঠিত হয়েছে এবং তারই সরাসরি দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে।