ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদি নিয়ে এলো ইসরাইল

ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদি নিয়ে এলো ইসরাইল

নতুন বছরে ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদিকে এনে বসবাসের অনুমতি দিল ইসরাইল।

২০১৫ সালেই তেলআবিব ইথিওপিয়া থেকে ইহুদিদের ইসরাইলে আনার সিদ্ধান্ত নেয়। খবর জেরুজালেম পোস্টের।

নববর্ষের প্রথম দিনেই ৩০০ ইথিওপিয়া ইহুদিকে নিয়ে ইসরাইলের বিমানবন্দরে অবতরণ করেছে একটি বোয়িং বিমান।

এসব ইহুদি ইথিওপিয়াকে আনার ব্যাপারে ইসরাইল সরকারের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল খ্রিস্টান অ্যাম্বেসি জেরুজালেম (আইসিজে) নামে একটি সংস্থা কাজ করেছে।

এ নিয়ে আফ্রিকার দেশটি থেকে তৃতীয় দফায় ইহুদি শরণার্থীদের নিজ দেশে ঠাঁই দিল ইসরাইল।

এমজে/