কোভিডের তৃতীয় ঝড় আসছে, ভ্যাকসিনের রূপান্তর ঘটাতে হবে, ভারত সরকারের বিবৃতি

কোভিডের তৃতীয় ঝড় আসছে, ভ্যাকসিনের রূপান্তর ঘটাতে হবে, ভারত সরকারের বিবৃতি

দ্বিতীয় ঝড় ভারতীয় জীবনকে বিপন্ন করেছে, আর সেই দুর্ভোগ কাটতে না কাটতেই কোভিডের তৃতীয় অভিঘাতের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা মন্ডলী। উপদেষ্টামন্ডলীর প্রধান বিজয় রাঘব রাও একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, কোভিডের তৃতীয় স্ট্রেইন আসছে। আরও ভয়ঙ্কর হতে পারে এই ঝড়।

সংক্রমণশীলতা বাড়াতে পারে। ভ্যাকসিনের রূপান্তরের মারফতই এই তৃতীয় ঝড়কে সামাল দেয়া যেতে পারে। আরো উন্নত করতে হবে ভ্যাকসিনকে। দ্বিতীয় ঝড়ের সময়ই ভ্যাকসিন অমিল, কি ভাবে এটা করা সম্ভব? রাঘব রাও জানিয়েছেন, উন্নত গবেষণা এবং ভাইরাস যে ভাবে কোষ বিভাজনের মাধ্যমে নতুন চেহারা নিচ্ছে সেই ভাবেই ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে হবে। কোভিডের এই তৃতীয় অভিঘাত ঠিক কবে আসবে তা সঠিকভাবে বলতে না পারলেও উপদেষ্টামন্ডলী জানিয়েছে, তৃতীয় ঝড় আসবেই।

কেউ একে আটকাতে পারবে না। তবে, কখন আসবে তা বলা মুশকিল। উল্লেখ্য, ভারতে এখন কোভিডের দ্বিতীয় ঝড় চলছে। ভারতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার। প্রতি ঘণ্টায় শেষ ১০ দিনে মারা গেছে ১৫০ কোভিড আক্রান্ত। এই অবস্থায় তৃতীয় অভিঘাতের সম্ভাবনা আতঙ্ক সৃষ্টি করে রাখল।

এমজে/