মিলল রুশ বিমানের ধ্বংসাবশেষ, ২৮ আরোহীর ‘সবার মৃত্যু’

মিলল রুশ বিমানের ধ্বংসাবশেষ, ২৮ আরোহীর ‘সবার মৃত্যু’

রাশিয়ায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। বিমানে থাকা ২৮ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটি খুঁজে পাওয়া গেছে জানিয়ে এ আশঙ্কার কথা জানিয়েছে দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয়।

দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেছেন তদন্তকারী কর্মকর্তারা। তার পরেই সবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বিমানটি অবতরণের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় বলেই প্রাথমিকভাবে জানা গেছে। বিমান থেকে দৃষ্টিসীমার অস্পষ্টতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।

বিমানটিতে ছয় ক্রু এবং দুই শিশুসহ মোট ২৮ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে।

রাশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে এয়ার ট্রাফিক নিরাপত্তা জোরদার করায় এ ধরনের দুর্ঘটনা কমে এসেছে।

এমজে/