মদ্যপ রেল কর্মকর্তার কাণ্ড, ক্রসিংয়ে আটকে থাকল ট্রেন

মদ্যপ রেল কর্মকর্তার কাণ্ড, ক্রসিংয়ে আটকে থাকল ট্রেন

সহকারী স্টেশন মাস্টার দায়িত্বরত অবস্থায় মদ খেয়ে ঘুমিয়ে পড়ায় সবুজ বাতি জ্বলার অপেক্ষায় প্রায় দুই ঘণ্টা ধরে রেল ক্রসিংয়ে আটকে ছিল যাত্রীবাহী একটি ট্রেন।

ভারতের উত্তর প্রদেশের কাঞ্চৌসি রেলস্টেশনে এই ঘটনা ঘটে বলে জিনিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লি থেকে হাওড়াগামী ওই ট্রেনের বিলম্ব দেখে স্টেশন সুপার বিশ্বম্ভর দয়াল পান্ডেকে কাঞ্চৌসি রেলস্টেশনে পাঠায়। সেখানে গিয়ে মদ্যপ সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমারের মুখে পানি ছিটিয়ে তাকে জাগান বিশ্বম্ভর। পরে সবুজ সংকেত দেওয়ার পর ট্রেন ওই ক্রসিং পার হয়।

এ ঘটনায় অনিরুদ্ধকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার তদন্ত চলছে। মেডিকেল পরীক্ষার জন্য অনিরুদ্ধকে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষায় মদ খাওয়ার বিষয়টি প্রমাণ হলে অনিরুদ্ধকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এমজে/