ব্রিটেনে বন্দুক হামলায় নিহত ৬

ব্রিটেনে বন্দুক হামলায় নিহত ৬

ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম প্লেমাউথ শহরে এক বন্দুক হামলার ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্লেমাউথ শহরের কিহাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রে জানানো হয়।

স্থানীয় ডেভন ও কর্নওয়েল পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ছাড়া দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ অপর এক নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই স্থানে থাকা পুলিশ সদস্যদের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এক টুইট বার্তায় বলেন, 'প্লেমাউথের ঘটনা ভীতিকর। ঘটনার ভুক্তভোগীদের জন্য আমার সমবেদনা রয়েছে।'

সাথে সাথে তিনি সবাইকে শান্ত থেকে পুলিশের নির্দেশনা অনুসরণ এবং জরুরি সেবামূলক সংস্থার সদস্যদের দায়িত্ব পালনে সহায়তার জন্য আহ্বান জানান। সূত্র : আনাদোলু এজেন্সি

এমজে/