যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তালিবানের সাথে যোগাযোগ করছে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তালিবানের সাথে যোগাযোগ করছে

পেন্টাগনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে নেবার পাশাপাশি তালিবানের সাথে যোগাযোগ করছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে আমাদের অপারেশনের ক্ষেত্রে তালিবানদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই।

তিনি আরো বলেন, বিমানবন্দরে থাকা আমাদের কমান্ডাররা বিমানবন্দরের বাইরে মাঠ পর্যায়ে থাকা তালিবান কমান্ডারদের সাথে যোগাযোগ করছেন, যা দিনে কয়েকবার ঘটেছে। কিরবি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।

তালিবান বাহিনী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাহিনী ২০০১ সালে তালিবানকে উৎখাত করেছিল।

সম্প্রতি তালিবান দ্রুত সামরিক অভিযান শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বেশিরভাগ অংশ দখল করে নেয়। এর ফলে আফগান বাহিনীর অনেক সদস্য পালিয়ে যায় বা আত্মসমর্পণ করে। সূত্র : ভয়েস অব আমেরিকা

এমজে/