কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের জয়, বিজেপির বড় পরাজয়

কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের জয়, বিজেপির বড় পরাজয়

কলকাতা পৌর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জিতেছে। এছাড়া, বিজেপি ৩টি ওয়ার্ড এবং কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বাধীন বাম ফ্রন্ট ২টি করে ওয়ার্ড জিতেছে।

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন- 'কলকাতা পৌর নির্বাচনে টিএমসির স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে।

ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী, বেশিরভাগ ওয়ার্ডে ভোট শেয়ারের ক্ষেত্রে বাম ফ্রন্ট প্রধান বিরোধী হিসেবে আবির্ভূত হয়। টিএমসি যেখানে ৭২ শতাংশ ভোট পেয়েছে। ৬৫টি ওয়ার্ডে ১১ শতাংশ ভোট ছিল বামফ্রন্টের দখলে। বিজেপি ৪৭টি ওয়ার্ডে আট শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট নথিভুক্ত করেছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনে টিএমসি কলকাতার ১৬টি আসনেই জিতেছিল।

২০১৫ সালে সর্বশেষ কলকাতা পৌর নির্বাচনে টিএমসি ১১৪টি ওয়ার্ডে জিতেছিল এবং বাম ফ্রন্ট ১৫টিতে জিতেছিল। বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে ৭ এবং ৫টিতে জিতেছিল।

বিজেপি অবশ্য বলেছে, কলকাতা পৌরসভা নির্বাচনের ফলাফল টিএমসি রাজ্যে যে 'সন্ত্রাসের রাজত্ব' শুরু করেছিল তার প্রতিফলন। বিজেপি নেতা শৌমিক ভট্টাচার্য বলেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল কারণ কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে অবাধ ও সুষ্ঠু ভোট হয়নি।

এমজে/