বৃটেনে করোনা সংক্রমণ ১০০,০০০ ছাড়ালো

বৃটেনে করোনা সংক্রমণ ১০০,০০০ ছাড়ালো

প্রথম বারের মতো একদিনে ১ লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে বৃটেনে। গত এক দিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৬ হাজার ১২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। একইসময়ে কোভিড আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর আগের দিন ৯০ হাজার কোভিড শনাক্ত এবং ১৭২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল বৃটেনে।

গত কয়েক দিন ধরে একের পর এক কোভিড সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশটিতে। গত বুধবার সে সময় পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৬১০ জনের কোভিড শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দৈনিক সংক্রমণের মাত্রা। একইসঙ্গে দেশটিতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যাও। গত ১৮ই ডিসেম্বর ৮১৩ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সব মিলিয়ে ৮ হাজারেরও বেশি বৃটিশ কোভিডের কারনে হাসপাতালে রয়েছে। এরমধ্যে ৮৪৯ জন ভেন্টিলেটরে রয়েছে।

করোনার অতিসংক্রামক ধরন অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যজুড়ে। সংকট সামাল দিতে সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছে সরকার। দেশটিতে এর মধ্যেই ৩০ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

অমিক্রনের বিস্তারের মধ্যে ফ্রান্সেও বাড়ছে সংক্রমণের হার। দেশটির আশঙ্কা, খুব শিগগির তাদের দিনে সংক্রমণ লাখ ছাড়াবে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভিরান হুঁশিয়ারি দিয়েছেন, দেশটিতে এই মুহূর্তে দিনে ৭০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এর পেছনে অমিক্রন দায়ী বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারির শুরুর দিকে এর আরও বিস্তার ঘটতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে কমপক্ষে ৩৮টি দেশে ধরনটি শনাক্ত হয়েছে। করোনার চলমান সংকট সামলাতে বিধিনিষেধ জারি করেছে জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ। তবে অনেক দেশ এখনো করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ জারি করেনি। বিশেষজ্ঞদের ধারণা, ক্রিসমাস শেষে নিষেধাজ্ঞার পথে হাঁটবে বাকি দেশগুলো।