ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, বৈঠক

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, বৈঠক

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। ইসরাইলি শহর রোশ হা-আয়িনে নিজের বাসভবনে আব্বাসকে স্বাগত জানান তিনি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা। এটি এ দুই জনের মধ্যেকার দ্বিতীয় বৈঠক। এর আগে আগস্ট মাসে ফিলিস্তিনি শহর রামাল্লায় প্রথম বৈঠকে বসেছিলেন দুই নেতা।

বৈঠক নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে জানানো হয়, দুই নেতা নিজেদের মধ্যে বিশ্বাস বৃদ্ধিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। প্রথম বৈঠকেও একই ইস্যুতেই আলোচনা করেছিলেন তারা।

এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা হয় তাদের।

ফিলিস্তিনের যেসব পণ্য ইসরাইলের মধ্য দিয়ে আমদানি করতে হয় সেসবের জন্য ভ্যাট সংগ্রহ করে ইসরাইল। পড়ে সেই অর্থ ফিলিস্তিনকে দিয়ে দেয়া হয়। ফিলিস্তিনের আয়ের একটি বড় অংশই আসে ইসরাইলের সংগ্রহ করা এই ভ্যাট থেকে। এছাড়া যেসব ফিলিস্তিনি ইসরাইলিদের জন্য কাজ করেন তাদের জন্য কর ও স্বাস্থ্য বিমা তহবিলও সংগ্রহ করে ইসরাইল। এসব ইস্যু নিয়েও কথা হয় গান্টজ ও আব্বাসের।