দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

দামেস্ক এবং পার্শ্ববর্তী আল-রাইকা শহরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে সোমবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার।

তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ধ্বংস করতে সক্ষম হয় বলে সেনাবাহিনী সূত্র থেকে জানানো হয়েছে। ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার লাতাকিয়া সমুদ্র বন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক মাস পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এই হামলা চালালো।

২০১১ সাল থেকে সিরিয়ার বাশার আল-আসাদের সরকারকে হঠাতে ইসরাইলসহ পশ্চিমাদের মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা তৎপরতা শুরু করে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে মার্কিন সেনারা দেশটির বিভিন্ন স্থানে দখলদারিত্ব কায়েম করে পরিস্থিতি আরও জটিল করেছে।

এমজে/