শ্রমিক সমাবেশ ও র‍্যালি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে 'শ্রমিক সমাবেশ ও র‍্যালি' করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। র‍্যালিপূর্ব সমাবেশের জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এরআগে বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। শ্রমিক দলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এসময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।