তেলের ডিপোতে ভয়াবহ আগুন, কিয়েভবাসীকে বিশেষ সতর্কতা

তেলের ডিপোতে ভয়াবহ আগুন, কিয়েভবাসীকে বিশেষ সতর্কতা

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের ৪০ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কিয়েভবাসীকে বিশেষ সতর্কতা দিয়েছে ইউক্রেন।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ রাজধানীবাসীকে বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।

কিয়েভের বাসিন্দাদেরকে ঘরের জানালা ভালো করে বন্ধ রাখতে বলা হয়েছে।

রুশ হামলার তৃতীয় রাতে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠে। মধ্যরাতের আগে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেওয়া হয়েছিল।

তেলের ডিপোতে আগুন লাগার ভিডিওতে দেখা গেছে, ব্যাপক পরিমাণ ধোঁয়া উদগিরণ হতে দেখা যাচ্ছে।

রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের রাজধানীর অনেক বাসিন্দা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছেন। দেশটিতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত কারফিউ জারি রয়েছে।

কিয়েভ মেয়র জানিয়েছে, ইউক্রেনের রাস্তায় কাউকে দেখা গেলে তাকে রাশিয়ার ঘাতক হিসেবে বিবেচনা করা হবে।

মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইউক্রেনে। ইতোমধ্যে দেশ ছেড়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। বেশিরভাগ আশ্রয় নিয়েছেন পাশের দেশ পোল্যান্ডে। অনেকে এখনো নিরাপদ আশ্রয়ের খোঁজে পায়ে হেঁটে চলেছেন সীমান্তের দিকে। সবশেষ ৪ ঘণ্টায় সীমান্ত পার হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।