রুশ সৈন্যদের বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন

রুশ সৈন্যদের বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন

ইউক্রেনের রাস্তায় দিক নির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি।

রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনীয় প্রতিষ্ঠানটি বলেছে, তারা শহরগুলোর রাস্তা থেকে সমস্ত চিহ্ন সরিয়ে ফেলছে। আক্রমণ চালাতে যেন রুশ সামরিক বাহিনী রাস্তা খুঁজে না পায় মূলত এই উদ্দেশ্য প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ইউক্রাভটোডোর নামের ওই সড়ক সংস্থাটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, "শত্রুদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল, তারা ভূখণ্ডে নেভিগেট (দিক নির্ধারণ) করতে পারছে না। আসুন আমরা তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি।"

লেখাটির সঙ্গে একটি স্ট্যান্ডার্ড রোড সাইনের সম্পাদিত ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কাছাকাছি শহরগুলোর দিকনির্দেশনা ও নামফলক অশ্লীল শব্দ লিখে মুছে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে রুশ বাহিনী রাজধানীর আশপাশের শহরগুলোতে প্রবেশ করেছে। এছাড়া কিয়েভের আশপাশে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত। রুশ অভিযানের চতুর্থ দিনেও রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।